দেশের বিভিন্ন জেলাতে চাকরি দিবে Daraz bd
![]() |
চাকরি দিবে দারাজ দেশের বিভিন্ন জেলায় |
জুনিয়র অফিসার পদে নিয়োগ দিবে দেশের নাম করা ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ।আজ নিযোগ বিজ্ঞপ্তি করল Daraz bd অফিসিয়াল পেজে।এই চাকরি জন্য আগ্রহি মানুষরা তাদের নিতি মাল অনুযায়ী সহজে অনলাইনে আদেবন করতে পারবে।
চাখরির পদের নাম
জুনিয়র অফিসার।
পদসংখ্যা হলো
সর্বমোট ১৫ জন।
আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সরকার অনুমোদন কৃত যে কোন শিক্ষাপ্রতিষ্টান থেকে স্নাতক পাস করেছে এমন মানুষ আবেদন করতে পারবে।দারাজ কোম্পানি মতে চাকরি জন্য আবেদন কারী কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।এর পাশাপাশি অভিজ্ঞতা লাগবে যে সব বিষয়ে তাহলো, মাইক্রোসফট অফিসে কাজ।বিভিন্ন রকমের কাজের চাপের মধ্যে'ও কাজ করার মনমানসিকতা বজায় থাকতে হবে।Daraz Bangladesh চাকরি করার জন্য বয়স হওয়া লাগবে ২২ থেকে ৩২ বছর।
কর্মস্থল
রাঙামাটি জেলা,নেত্রকোনা জেলা,নাটোর জেলা,খাগড়াছড়ি জেলা,ঝালকাঠি জেলা,এবং সর্বশেষ বান্দরবান জেলা।
বেতন
কাজের উপর এবং আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
চাকরি জন্য আগ্রহী সকল মানুষ Jagojob ওয়েবসাইট গিয়ে সরাসরি আবেদন করতে পারবে এবং আবেদন কারীর সিভি ই-মেইল করতে পারবেন আমাদের এই ঠিকানাতে([email protected])
আবেদনের শেষ তারিখ
২৩ জানুয়ারি, ২০২১।
সূত্র : জাগোজবস
Post a Comment