প্রমি আগ্রো ফুডস প্রতিষ্টান চাকরি নিয়োগ দিবে ঢাকায়
< (adsbygoogle = window.adsbygoogle || []). push (});![]() |
নার্স পদে নিয়োগ দিবে প্রমি আগ্রো ফুডস |
নতুন ভাবে চাকরি খাবর প্রকাশ করেছে প্রমি আগ্রো ফুডস লিমিটেড। উক্ত প্রতিষ্টানে নিয়োগ দেওয়া হবে (নার্স)পদে। আবেদনকারী সহজেই অনলাইনে আবেদন করতে পারবে।অবশ্যয় যোগ্যতা আছে এমন ব্যাক্তিরা আবেদন করতে পারবে।
চারকি পদের নাম
নার্স
যে সকল যোগ্যতা থাকা লাগবে
যে কোন অনুমোদন প্রাপ্ত নাসিং প্রতিষ্টান থেকে স্বপ্ল মেয়াদি নাসিং কোর্স করতে হবে।অথবা দীর্ঘমেয়াদি কোন কোর্স করতে হবে যে কোন অনুমোদন প্রাপ্ত নাসিং প্রতিষ্টান থেকে।তাছাড়া আবেদনকারী অবশ্যই ব্যাচেলা সম্পন্ন হওয়া লাগবে।
কর্মস্থল
ঢাকা (উত্তর খান)
বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে।
কোম্পানির সুযোগ-সুবিধাদি যা থাকছে
থাকা-খাওয়া ফ্রি। বেতন ভাতাদি এবং ছুটি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে সকল কর্মচারীদের।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী এবং যোগ্য সকলকে Bd job এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
সকল আবেদনকারী চাকরি জন্য ২৬ জানুয়ারি থেকে ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবে।
সূত্র : বিডিজবস
Post a Comment